ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন বিয়ে করেন ২০১৬ সালের মার্চ মাসে। সাংসারিক জীবনে প্রায় দুই বছর অতিবাহিত হলেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে তেমন কোনো পোস্ট দেননি রুবেল হোসেন। শনিবার সকালে স্ত্রী’কে নিয়ে প্রথম সেলফি পোস্ট করেন রুবেল। স্ত্রী ইসরাত জাহান দোলাকে নিয়ে দুটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আমার স্ত্রী।
চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে রুবেল সম্পর্কে জড়িয়েছিলেন বলে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম হয়েছিল। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হ্যাপি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাও করেন। আর এই কারণে দুদিন কারাগারেও থাকতে হয়েছিল তাকে। পরে জামিনে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পান রুবেল। এর দুই বছর পর রুবেল হোসেন বিয়ের পিঁড়িতে বসেন।