সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার গহড়া-শিমুলতলা গ্রামের পার্শ্ববর্তী রূপাবিল হাওর এলাকায় প্রায় দু’শ একর অনাবাদী জমি ইরো-বোরো চাষের আওতায় এসেছে। আবহাওয়া অনুকুল থাকায় এ বছর আশানরূপ ফলন হয়েছে। এলাকার কৃষক পরিবারে আনন্দের ছোয়া লেগেছে। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক গতি সঞ্চার হবে।
আগামীকাল ২৪/০৪/২০১৮ মঙ্গলবার গহড়া গ্রামে বোরোধান কর্তনের উদ্বোধন ও কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। রূপাবিল হাওর পাওয়ার পাম্প সেচ সমিতি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। সেচ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক, কৃষি উদ্যোক্তা এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য প্রোগ্রামে বিশেষ অতিথি থাকবেন গোয়াইনঘাটের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার সাহা, বিএডিসি (সেচ) গোয়াইনঘাটের উপ সহকারী প্রকৌশলী তৌসিফুল হক চৌধুরী, পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুন নুর, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার ইউসুফ জামাল ও পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন। এছাড়াও গহড়া জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও ফলজ বৃক্ষ রোপন কর্মসুচী রয়েছে। প্রোগ্রামে এলাকার সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd