সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচঙ্গের কাগাপাশা নামক স্থানে ধান কাটার শ্রমিকবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কাগাপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে ধান কাটার শ্রমিক নিয়ে একটি বাস বানিয়াচঙ্গে আসছিল। এ সময় পথে কাগাপাশা নামক স্থানে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে অন্তত ১৫ জন ধান কাটার শ্রমিক আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বানিয়াচং থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd