নগরীর লালবাজারের ’’হোটেল আজাদ” থেকে তিন পতিতাসহ আটক ৫

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮

নগরীর লালবাজারের ’’হোটেল আজাদ” থেকে তিন পতিতাসহ আটক ৫

সুমন আহমদ : সিলেট নগরীর লালবাজারের ’হোটেল আজাদ’ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছেন লালবাজারের ব্যবসায়ীরা। ১৯ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই হোটেলে অভিযান চালান লালবাজারের ব্যবসায়ীবৃন্দ। পরে পুলিশ ডেকে অভিযান চালিয়ে ওই ’হোটেল আজাদ’ নামের ওই ‘পাপরাজ্জি’ থেকে ৩ পতিতা ও হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। আটককৃতদের নাম ঠিকানা তৎক্ষিক জানাযায়নি।
লালবাজারে ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় ‘হোটেল আজাদে’ দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন কবির,আখতার, আয়ুব ।

পরে পুলিশ এসে দুই কর্মচারী ও ৩ পতিতাকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া হোটেল থেকে জুয়া ও মাদক সামগ্রীও উদ্ধার করা হয় বলে যানা-গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন বলেন এখন রাত দু’টা কি জন্য ফোন দিছেন বলেন , এবং উক্ত বিষয়ে থানার টিএনটিতে কল করার নির্দেশ দিয়ে ফোনটি কেটে দেন।
বিস্তারিত আসছে——

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..