সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮
সিলেট :: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান চৌধুরীকে ২৫ লাখ টাকা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, চেক ডিজঅনারের দু’টি মামলায় পলাতক আসামী ছিলেন ইমরানকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গত ৮ ফেব্রুয়ারি নগরীর উপশহর এলাকার বাসিন্দা মোশারফ হোসেন চৌধুরী সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইমরান চৌধুরীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন। এ দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ইমরান নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার এ-ব্লকের তিন নম্বর বাসার বাসিন্দা শরফ উদ্দিন চৌধুরীর ছেলে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd