সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে মেরে অজ্ঞান করে দিয়েছে রকিব (২২) নামে এক বখাটে। ওই ছাত্রীকে গলাটিপে ধরে চড়-থাপ্পড় মেরে অজ্ঞান করে পালিয়ে যায় বখাটে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা গোরস্থান মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে অজ্ঞান অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে রকিব ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তার সহযোগী রমজান আলীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পলাতক রকিব আলী (২২) নলডাঙ্গা বাজারের ইমরান আলীর ওয়ার্কশপ দোকানের মিস্ত্রির কাজ করে এবং আটক রমজান আলী নলডাঙ্গা গ্রামের আবেস আলীর ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রী পাইভেট পড়ে বাড়ি ফেরার সময় প্রায় রমজান ও রকিব তাদের উত্ত্যক্ত করতো।
সম্প্রতি বখাটেদের উত্ত্যক্তের পরিমাণ বেড়েই চলেছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রী ও তার বান্ধবী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে উপজেলার নলডাঙ্গা গোরস্থান মোড়ে তাদের পথরোধ করে রকিব ও রমজান।
এ সময় রকিব এক হাত দিয়ে ওই ছাত্রীর গলা টিপে অন্য হাত দিয়ে বেধড়ক চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রীটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
এ সময় অপর ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বখাটেদের ধাওয়া করে। পরে মূল অভিযুক্ত রকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী রমজানকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আহত স্কুলছাত্রীর মা শাহিনুর বেগম বলেন, উত্ত্যক্তের প্রতিবাদ করায় আমার মেয়ের সঙ্গে আজ যে ঘটনা ঘটেছে আর কোনো মেয়ের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে। আমার মেয়ের নির্যাতনকারীদের বিচার চাই।
এ ব্যাপারে নলডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) উজ্জল হোসেন জানান, আহত ওই স্কুলছাত্রী সুস্থ হলে তার কাছ থেকে সব ঘটনা ভালো করে জেনে দুই বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd