জগন্নাথপুরে নুরুল হক নিহতের ঘটনায় মামলা : নারী’সহ গ্রেফতার ৪

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮

জগন্নাথপুরে নুরুল হক নিহতের ঘটনায় মামলা : নারী’সহ গ্রেফতার ৪

ক্রাইম সিলেট ডেস্ক : জগন্নাথপুরে জমির পাঁকা ধান গরু দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুরুল হক(৫০)নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার রাতে নিহতের নুরুল হকের ছেলে সাইদুল হক বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১৫ বিরোদ্ধে এমামলাটি দায়ের করা হয় । পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীও আসামী কানাই করের ছেলে করুনা কর (৪৫) সুভাষ করের স্ত্রী শিবলী রাণী কর (৩৫) ও পাকি করের স্ত্রী সীমা রাণী কর (৩২) নিবারন করের স্ত্রী দিপ্তী রানী কর কে(৪৫) গ্রেফতার করে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান নুরুল হক হত্যাকান্ডের ঘটনায় ৪জনকে গ্রেফতার করে গতকাল সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে । অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য- রবিবার(৮এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর নয়াপাড়া গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম নতুন পাড়া গ্রামের সুভাষ কর ও তার লোকজন একই এলাকার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর নয়াপাড়া গ্রামের নুরুল হককে শ্বাসরুদ্ধ করে অন্ডকোষ চেপে হত্যা করে। এসময় তাকে বাচাঁতে এগিয়ে এলে নুরুল হকের ছেলে সাইদুল হক (২৮), আমিন মিয়া (১৮), মেয়ের জামাই গোলজার মিয়া (২৮), শরিফ উদ্দিন (২২) আহত হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..