শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেট :: গতকাল শনিবার (৭ এপ্রিল) শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও স্মারক প্রকাশনা অনুষ্ঠান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একে কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক আব্দুর নুর, বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাজ্জাদুর রহমান, অগ্রণী ব্যাংকের জিএম আজিজুল হক।

আলোচনা সভায় মাওলানা মশাহিদ আহমদের তেলাওয়াতে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল খান, সহ সাংগঠনিক সম্পাদিকা সাবিনা ইয়াছমিন, সহ সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ, অর্থ সম্পাদক মাহিন আহমদ, দপ্তর সম্পাদক মাহিম মীর, আইটি সম্পাদক আব্দুল এহসান, আলী নেওয়াজ, মনিরা আক্তার, আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির স্মৃতির ঝংকার স্মারকের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা পরিষদ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..