বিয়ানীবাজারে আহত সাকেরকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

বিয়ানীবাজারে আহত সাকেরকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :: বিয়ানীবাজারে ‘মাহা-উপজেলা ক্রীড়া সংস্থা কাপ ফুটবল টুর্নামেন্ট’-র ফাইনাল খেলা শেষে পৌরশহরের গোলাবিয়া পাবলিক লাইব্রেরি থেকে পড়ে সাকের আহমদ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে তাকে ঢাকাতে প্রেরণ করা হয়েছে। দুপুরে একটি বেসরকারী হেলিকপ্টারে এমএজি ওসমানী মেডিকেল থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয়।

ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় ক্রীড়ামোদি দর্শকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার মাথা ও  মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। বৃহস্পতিবার, শুক্রবার তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে সেখান থেকে ঢাকায় নেয়া হল।

স্থানীয় পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা দেখতে মাঠের পাশে অবস্থিত পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির তৃতীয় তলায় দর্শকদের সাথে সাকেরও অবস্থান নিয়েছিলেন। আহত সাকের উপজেলার মাথিউরা উত্তরপাড়ের তেরাই মিয়ার একমাত্র উপার্জনকারী ছেলে। পেশায় সে অটোরিক্সা চালক।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..