গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে জামেয়া মাদানিয়া বুগইল কান্দি মাদ্রাসার উপদেষ্টা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান আমেরিকায় যাত্রা উপলক্ষে ৬ এপ্রিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সহ:সভাপতি ও রুস্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,অত্র মাদ্রাসার মেনেজিং কমিটির সভাপতি ময়না মিয়া,সহ:সভাপতি ডা:ফারুক আহমদ,অত্র মাদরাসার অডিটর ফরিদ আহমদ,আব্দুল মতিন,মুহতামিম আমির আহমদ,মাও:আব্দুল খালিক,মাও:জমির উদ্দিন,মাও হেলাল আহমদ,আফাজ উদ্দিন,ইদ্রিছ আলি,আব্দুছ শুকুর আর উপস্থিত ছিলেন-ইমাম উদ্দিন,রফিকুল ইসলাম,রফিক মিয়া,ছাত্রনেতা আজিম উদ্দিন,ফখর উদ্দিন,নিজাম উদ্দিন ও প্রমুখ।