সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌরসভার সামনের সড়কটির বেহাল অবস্থার কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে।
জানাগেছে, এ সড়কের মালিকানা নিয়ে কয়েক বছর ধরে জগন্নাথপুর পৌরসভা ও সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের মধ্যে রশি টানাটানিতে সড়কের সংস্কার কাজ হচ্ছে না। দিনেদিনে সড়কটি ভাঙতে ভাঙতে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের।
এদিকে, গত দু’দিনের বৃষ্টিপাতে ভাঙাচোরা সড়কের গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি আরো বেড়েছে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভার সামনের এ সড়কের করুণ দশাটি কেন কারো নজরে আসছে না, আমরা বুঝতে পারছি না। এই বেহাল সড়কের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব এ সড়কের সংস্কার প্রয়োজন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd