ট্রাফিক পুলিশের হাতে লাঞ্চিত সিলেটের ২ সাংবাদিক

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : এবার ট্রাফিক পুলিশের হাতে লাঞ্চিত হলেন সিলেটের দুই সংবাদকর্মী।

রবিবার নগরীর সোবহানিঘাট পয়েন্টে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নির্মিত তোড়নের ছবি তুলতে গেলে এ ঘটনাটি ঘটে। লাঞ্চিত হওয়া দু’সংবাদকর্মীর নাম মোয়াজ্জেম হোসেন সাজু ও সাংবাদিক রুহিন আহমদ । তাঁরা উভয়েই চ্যানেল এস এ কর্মরত।

এ ঘটনায় টিএসআই কুতুব উদ্দিন সহ দুই ট্রাফিক পুলিশকে ক্লোজড করা হয়েছে।

জানা যায়, রবিবার রাত সাড়ে ৮ টায় নগরীর সোবহানীঘাটে নির্মিত তোড়নের ছবি উঠানোকালে দায়িত্বরত ট্রাফিক পুলিশের শরীরে হালকা ধাক্কা লাগে। এ ঘটনায় ঐ ট্রাফিক সদস্য সংবাদকর্মীদের উপর মারমুখী হলে তাদের সাথে যোগ দেয় আরো দুই ট্রাফিক পুলিশ। পরে তারা সবাই মিলে দুই সংবাদকর্মীকে লাঞ্চিত করে সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ফাঁিড়তে উপস্থিত হয়ে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে বিষয়টির সুরাহা করেন।

উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর )ফয়সল মাহমুদ, ট্রাফিকের ডিসি তোফায়েল আহমদ, সহকারি পুলিশ কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব এবং সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইমজার সেক্রেটারি মইন উদ্দিন মনজু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, ইমজার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..