সিলেট ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮
ভুক্তভোগীরা জানান, সোমবার রাত ৮টার দিতে জনৈক কয়েক ব্যক্তি খাদিমনগর ৬নং রোডের আব্দুর রহমানের বাসা ভাড়া নিতে আসে। সরল বিশ্বাসে বাড়িওয়ালা দরজা খুলে দিলে আগন্তুকরা সাথে রাখা চেতনানাশক স্প্রে প্রয়োগ করে। এতে সাথে সাথে জ্ঞান হারান গৃহকর্তা আব্দুর রহমান (৫০), মর্তুজা আহমদ (৬০), আশিক আহমদ (১৫), জুমা বেগম (১৬), সুবিদ আহমদ (১২) এবং জুমার মা (৪০)। পরিবারের সব সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরের সব মালামাল লুটে নিয়ে চম্পট দেয়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ওই পরিবারের সদস্যদের। এর মধ্যে ৪জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেলেও গুরুতর অবস্থায় ঝুমার মা ও মর্তুজা আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাহপরাণ (রহ:) থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd