সিলেটে কারাবন্দি জেএমবি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান।
মৃত সাব্বির হোসেন দুলাল (৫০) ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মপুর গ্রামের মৃত আব্দুল হক শাহের ছেলে।
২০০৬ সালে গ্রেপ্তারের পর থেকে কারাবন্দি রয়েছেন দুলাল। গত ১৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সিলেট পাঠানো হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সিলেটে দুটি ও ঢাকায় একটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান জেল সুপার।
তিনি বলেন, বেলা ১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দুলালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..