মৌলভীবাজার প্রতিনিধি : বড়লেখা উপজেলায় ‘বড়লেখা মানবতার যোদ্ধা (বিএমজেড)’ এর উদ্দ্যোগে বিভিন্ন স্থানে চলতি শীতের মৌসুমে দ্বিতীয় বারের মতো দরিদ্র শীতার্থদের মধ্যে কম্বল বিতরন করে সেচ্চাসেবী সংগঠন বিএমজেড। উপজেলার বড়লেখা হাজিগঞ্জ বাজার,রতুলি বাজার,দক্ষিনভাগ বাজার সহ বিভিন্ন গ্রামে শীতার্থদের মধ্যে বৃহষ্পতিবার,শুক্রবার ও শনিবার বিএমজেড এর উদ্দ্যোগে ভ্রাম্যমান ভাবে কম্বল বিতরন করতে দেখা যায়।
বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কম্বল বিতরনে উপস্থিত ছিলেন বিএমজেড এর প্রতিষ্টাতা ও সদস্য সিরাজুল ইসলাম সিরুল,আমিনুল ইসলাম বাবলু,মার্জানুল ইসলাম মার্জান,সাইদুল ইসলাম সহ বিএমজেড এর প্রতিষ্টাতা সদস্য কামরুল ইসলাম,হাসান আহমদ ইকবাল,কামরুজ্জামান সায়েম,ফাহমিদ বিন বেলাল,রাসেল আহমদ প্রমুখ। উল্লেখ্য শীতের চলতি মৌসুমে ১৬ ই ডিসেম্বর প্রথম বারের মতো শীতার্থদের মাঝে আনুষ্টানিক ভাবে কম্বল বিতরন করেছিল বিএমজেড।
Sharing is caring!