সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সোনারপাড়ায় অর্থমন্ত্রীর ব্যক্তিগত গাড়ির ব্রেকফেলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গাড়িতে ছিলেন না।
আহতদেরকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে সোনারপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির ।
এদের মধ্যে কবিরুল ইসলাম কবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎকরা। আহতদের মধ্যে কয়েকজন পথচারীও রয়েছেন।
অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য্য জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd