সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮
মিনহাজ উদ্দিন, অতিথি প্রতিবেদক : হায়রে নিয়তি,হায়রে দুঃর্ভাগ্য। যে বয়সে এই ছোট্র শিশুটি স্কুলে থাকার কথা,সেই বয়সে পরিবারে ঘানি টানছে। হাসান নামের এই শিশুটি জাফলং পাথর কোয়ারীতে মা,বাবার সাথে পাথর কুড়োয়। তাদের বাড়ি হবিগন্জের আজমেরীগন্জের জলশোকা গ্রামে। বর্তমানে দরিদ্র বাবা মোঃ বাচ্চু মিয়া ও মা হাফিজা বেগম’র সাথে সে থাকে জাফলং লন্ডনী বাজারের নিচে পিয়াইন নদীতে গড়ে তোলা খুপড়ি ঘরে। লেখাপড়ার বিষয়ে শিশুটির সাথে আলাপ করলে সে জানায়,আমার মা,বাবায় গরীব মানুষ,কামাই করনের লাইগা আমরা এনো আইছি। স্কুলে যাওনের ইচ্ছে আছে,কিন্তু কি করুম করার কিচ্ছু নাই। শিশুটি জানায় মা,বাবার সাথে কোয়ারীর পানি সেচ যন্ত্রের পাইপের মুখ দিয়ে গড়িয়ে পড়া পাথর কুড়িয়ে দিন শেষে খরচ বাদে ৭০০-৮০০ টাকা পায়। এই দিয়েই চলে তাদের জীবনের পরিক্রমা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd