দীর্ঘ ১৫ বছর পর কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণ কাজ শুরুর সম্ভাব্যতা

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮

জুড়ী প্রতিনিধি : কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণ কাজ শুরুর সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শণ আবদুর রব, বড়লেখা, ১৩ জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের ট্রেন সংযোগ চালুর লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর পর অবশেষে কুলাউড়া শাহবাজপুর রেললাইনের নির্মাণ কাজ শুরু হচ্ছে। এক মাসের মধ্যে কাজ শুরু হবে। শনিবার ১৩ জানুয়ারি বিকেলে রেলওয়ের পূর্বাঞ্চলয়ী জোনের জেনারেল ম্যানেজার আব্দুল হাইর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল বন্ধ হওয়া কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পরিদর্শণ শেষে কুলাউড়া জংশন স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান। রেলওয়ের পূর্বাঞ্চলয়ী জোনের জেনারেল ম্যানেজার আব্দুল হাই সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান, জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতেই কুলাউড়া শাহবাজপুর রেললাইনের নির্মাণ কাজ শুরু হবে। এতে ব্যয় হবে ৫শ ৫৫ কোটি টাকা। ভারতীয় নির্মাণ প্রতিষ্ঠান কলকাতার কালিন্দি রেল নির্মাণ কোম্পানী এই রেললাইনের নির্মাণ কাজ করবে। ব্রডগেজ এই রেললাইনটি চালু হলে কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত ৫টি ট্রেন চলাচল করবে। লোকাল ট্রেন ছাড়াও আন্ত:নগর ট্রেন চলবে। সেই সাথে ভারতীয় ট্রেনও চলবে এই পথে। ট্রেনের গতি হবে ১০০ কিলোমিটার। বন্ধ থাকাকালিন সময়ে রেলওয়ের জবর দখলকৃত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে রেলওয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে নোটিশ দেয়া হয়েছে। স্বউদ্যোগে অবৈধ স্থাপনা সরানো না হলে অভিযান চালিয়ে একযোগে সকলস্থাপনা উচ্ছেদ করা হবে। পরিদর্শণকালে রেলওয়ের পূর্বাঞ্চলয়ী জোনের জেনারেল ম্যানেজার আব্দুল হাই এর সাথে ছিলেন কুলাউড়া শাহবাজপুর ট্রেন লাইন বাস্তবায়নের প্রকল্প পরিচালক ও রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের এসিই মো. তানভিরুল ইসলাম ও রেলওয়ের ঢাকার ডিইএন মো. আহসান জাবির। রেলওয়ে সুত্র জানায়, 2003 সালের জুন মাসে বন্ধ হওয়ায় এই রেললাইনটি বিগত15 বছর বন্ধ রয়েছে। দীর্ঘ এই সময়ে রেললাইনটি চালুর ব্যাপারে শুধু প্রতিশ্রুতিই দেয়া হয়েছে। কিন্দু বাস্তবে কোন কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। এরফলে রেললাইনের কোটি কোটি টাকার সম্পদ লুটপাট এবং জবরদখল হয় রেলের ভুমি। দীর্ঘ ১৫ বছর মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। উল্লেখ্য ইতিপূর্বে ২০১৬ সালের ২৭ জুন ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা কুলাউড়া রেলওয়ে জংশনসহ প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শণ করেন। এর আগে ২০১৫ সালের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুলাউড়া-শাহবাজপুর ব্রডগেজ রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..