সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : শাকিব খান শুধু এদেশেরই সুপারস্টার নন পশ্চিমবঙ্গের দর্শকদেরও মন জয় করে নিয়েছেন। ইরিন জামানের সাথে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে যাত্রা শুরু হলেও এদেশে অতিসাম্প্রতিককালে সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল শাকিব খান-অপু বিশ্বাস জুটি। পর্দার জুটি বাস্তবে রুপ নেয়, যা এখন ভাঙনের পথে।
তবে শাকিব খান কুয়ারিয়ারের শুরুর দিকে এদেশের চলচ্চিত্র থেকে হারিয়ে যাওয়া অনেকের সাথেই জুটি বেঁধে ছবি করেছেন। অভিনেত্রী মুনমুনের সাথেও জুটি বেঁধে করেছেন ১৪ টি ছবি। অবিশ্বাস্য হলেও ঢাকাই কিং খান মুনমুনের সাথেও এতোগুলো ছবিতে অভিনয় করেছেন।
মুনমুন ও শাকিব জুঁটি বেধে করা ছবিগুলো হলো
১: জানের জান
২: পাগলা বাবা
৩: বিষে ভরা নাগিন (২০০০)
৪: দুই নাগিন
৫: বিষাক্ত নাগিন
৬: নাটের গুরু
৭: কসম বাংলার মাটি
৮: ভণ্ড ওঝা (২০০৬)
৯: বোবা খুনি
১০: যুদ্ধে যাবো
১১: খল নায়কা
১২: গুরুদেব
১৩: স্ত্রীর মর্যাদা
১৪: লাট্টু কসাই
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd