ছাতকে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

ছাতকে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাত ১২টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মেসার্স মায়ের দোয়া বস্ত্র বিতান নামক দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে মেসার্স মায়ের দোয়া বস্ত্র বিতান-এ আগুন লাগার পর মুহূর্তেই পাশের সালমা ফার্মেসিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মেসার্স মায়ের দোয়া বস্ত্র বিতান নামক দোকানের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী আক্তারুজ্জামান মুন্না, পিতা- আব্দুর রশিদ, মাতা- জমিরুন নেছা, গ্রাম, মুক্তারপুর, ইউ/পি- দোলারবাজার, উপজেলা- ছাতক, জেলা- সুনামগঞ্জ। তিনি দীর্ঘদিন যাবৎ হইতে উক্ত ছাতক বাজারে সততার সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছেন। তিনি জানান, তার দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন যে, দুস্কৃতিকারীরা শত্রুতা বশত: তাহার ক্ষতিসাধন করিয়াছে। এ বিষয়ে তিনি দুস্কৃতিকারী কারো নাম উল্লেখ করতে রাজী নয়। তিনি এব্যাপারে আইনের ধারস্থ হবেন বলে জানান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..