সিলেট ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে ঘরে ফিরেছেন নন-এমপিও শিক্ষকেরা। আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এই আশ্বাসের কথা জানান।
প্রসঙ্গত, এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকেরা গত রবিবার থেকে প্রেস ক্লাবের সামনে আমরণ কর্মসূচি চালিয়ে আসছেন। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষকেরা তাঁর আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তাঁরা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
শিক্ষক নেতারা আজ শুক্রবার সাংবাদিকদের জানান, তাঁরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে কর্মসূচি স্থগিত করেছেন। তাঁরা আশা করছেন এ মাসের মধ্যেই এমপিওভুক্তির বিষয়ে কাজ শুরু হবে। তাছাড়া আগামী রবিবার থেকে ক্লাসে ফিরে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd