সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮
সিলেট :: সিলেট কর আইনজীবী সমিতির নির্বাচনে পুননির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলাসহ সমিতির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত পাড়ার ৫নং বার হলের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা আইনজীবী সমিতির সহকর্মী আইনজীবীবৃন্দের ব্যানারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা। প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট স্টেশন ক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক জামিল, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন খান, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট ওবায়দুর রহমান, কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর।
জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী খোকন। কোরআন তেলাওয়াত করেন মো. মোতাহির।
এছাড়া উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট শামীম আহমদ, অ্যাডভোকেট মানিক উদ্দিন, অ্যাডভোকেট তোফায়েল হোসেন শাকিল, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd