চার দফা দাবীতে দক্ষিণ সুরমায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮

দক্ষিণ সুরমা প্রতিনিধি : বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কর্তৃক কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পয়লা জানুয়ারী সোমবার কর্মবিরতি পালন করছে দক্ষিণ সুরমা উপজেলার স্বাস্থ্য সহকারীগণ। টেকনিক্যাল পদ মর্যাদা, বেতন স্কেলসহ চার দফা দাবী আদায়ের লক্ষ্যে এই কর্মবিরতি পালন করেন তারা।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কর্তৃক কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পয়লা জানুয়ারী সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে বসে স্বাস্থ্য সহকারীগণ কর্মবিরতি পালন করে। বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা, মূল বেতনের ৩০ শতাংশ করা, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগসহ শূণ্য পদে নিয়োগ প্রদান এবং শতকার দশ ভাগ পোষ্য কোটার দাবীতে তার এ কর্মবিরতি পালন করে। স্বাস্থ্য সহকারী মাঠ ছেড়ে কর্মবিরতিতে যাওয়ায় ইপিআই কর্মসূচীতে পড়েছে স্থবিরতার প্রভাব।

অন্দোলনকারী স্বাস্থ্য সহকারীগণ জানান, সারা দেশের আন্দোলনকারীদের সাথে একাত্ত্বতা ঘোষনা করে গতকাল থেকে তাদের কর্মবিরতি শুরু হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্ম বিরতি চালিয়ে যাবেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..