সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
সিলেট :: সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার দুপুরে বিদায়ী ও নতুন কমিটির যৌথ সভায় ২০১৮-১৯ সেশনের জন্য নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ সময় প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের কাছে কার্যবিবরণী রেজিস্ট্রার হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। এ সময় বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য রাখেন সদস্য ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সহ সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আবদুল আহাদ, নির্বাহী সদস্য কাউসার চৌধুরী, আনিস রহমান ও মো. কামরুল ইসলাম। নবনির্বাচিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক ইয়াহইয়া ফজল, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, নির্বাহী সদস্য মো. ফয়ছল আলম, শুয়াইবুল ইসলাম ও দিগেন সিংহ।
সভায় ক্লাবের কার্যক্রমকে গতিশীল রাখতে সকল সদস্যের সহযোগিতা কামনা করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd