সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ব্যবসায়ী : আসসালামু আলাইকুম বস।
ওসি : ওয়াআলাইকুম আসসালাম, কে?
ব্যবসায়ী : বস, আসলাম শেখ বলছি ঢাকা থেকে।
ওসি : আজকে কী বার?
ব্যবসায়ী : আজকে বস বুধবার, সরি বস।
ওসি : হা হা হা হা হা… এ রকমই সরি হয় মানুষের।
ব্যবসায়ী : বস, এখন আমি টিভিটা দেখছি শোরুমে।
ওসি : অ্যা…অ্যা…অ্যা।
ব্যবসায়ী : বস, এখন আমি যদি ৪৮ কিংবা ৪৯ ইঞ্চি টিভি দিই তাতে কি কোনো সমস্যা হবে?
ওসি : না, ও হা আমি নিতাম না। আমার কাছে এখন ৫২ ইঞ্চি একটা আছে, আমার এখন ৬৫ ইঞ্চি টিভি দরকার।
ব্যবসায়ী : তার মানে বর্তমানে আমার ক্লোজিং মাস। আমার পোল্ট্রিতে অনেক সমস্যা, প্রতি মাসে লোকসান দিচ্ছি।
ওসি : টাকা কম হলে তাহলে নগদ টাকা দিয়ে দেন।
বাকি কিছু লাগলে অন্য আরেকজনের কাছ থেকে নিয়ে নিবনে।
ব্যবসায়ী : আচ্ছা বস এটা হলে একটু চেষ্টা করে দেখতে পারি।
ওসি : ৬৫ ইঞ্চি টিভির দাম কিন্তু তিন লাখ ৬৫ হাজার টাকা। আপনি ৫২ ইঞ্চি টিভির দাম দিয়ে দেন আমি আরেকজনের কাছ থেকে বাকিটা নিয়ে নিবনে।
ব্যবসায়ী : স্যার টিভির দাম ৬৫ হাজার টাকা?
ওসি : না, না, তিন লাখ ৬৫ হাজার টাকা।
ব্যবসায়ী : ও আচ্ছা।
ওসি : ৫২ ইঞ্চি টিভির দামই তো দেড় লাখ টাকার মতো।
ব্যবসায়ী : স্যার আমি তো কষ্টে আছি। এত টাকা দিব কিভাবে? আর বুঝতেও পারি নাই টিভির দাম এত।
ওসি : আচ্ছা আপনি যেটা পারেন সেটাই দিয়ে যাইয়েন আর কি। ঠিক আছে ভাই।
ব্যবসায়ী : আচ্ছা ভাইজান।
নিজ কানেই শুনুন নরসিংদীর মনোহরদী থানার ওসি গাজী রুহুল ইমামের ঘুষের কথা :
গত ২৭ ডিসেম্বর রাত ৮টা ৫১ মিনিট থেকে নরসিংদীর মনোহরদী থানার ওসি গাজী রুহুল ইমামের সঙ্গে ব্যবসায়ী আসলাম শেখের এই ফোনালাপ হয়।
মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান লক্ষুর দুই ছেলে আসলাম শেখ ও মো. ছালাম শেখকে ভুয়া ডাকাতির মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ঘুষ হিসেবে ওই টিভি চেয়েছিলেন ওসি রুহুল ইমাম। দাবি অনুযায়ী টেলিভিশন দিতে না পারায় মুক্তিযোদ্ধার বাড়িতে পুলিশ পাঠিয়ে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের অশ্লীল গালাগাল করান তিনি। এমনকি টেলিভিশন দিতে না পারলে এলাকাছাড়া করা এবং ডাকাতি মামলায় জেল খাটানো হবে বলেও হুমকি দিয়েছেন ওসি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd