সিলেটে ছাত্রলীগকর্মীর উপর হামলা : মামলায় আসামী হিরন মাহমুদ গ্রেফতার

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৮


Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর তেররতন বাজার এলাকায় ছাত্রলীগকর্মী মিন্নত (২৮) এর উপর হামলা ও বাম হাতের কব্জি কর্তন মামলার আসামী হিরন মাহমুদ প্রকাশ ইরন (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(২৩মার্চ) দিবাগত গভীর রাতে শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব।

Manual1 Ad Code

গ্রেফতার হিরন মাহমুদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Manual4 Ad Code

হিরন মাহমুদ প্রকাশ ইরন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার চেঙ্গাইহাল গ্রামের শফিকুল ইসলামের পুত্র। সে বর্তমানে নগরীর শাহপরান থানাধীন সবুজবাগ এলাকায় বসবাস করে আসছিলো।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গত ১৩ মার্চ রাত পৌনে ১০টার দিকে তেররতন বাজার এলাকায় ছাত্রলীগকর্মী মিন্নতের উপর সহযোগিদের নিয়ে হামলা চালান হিরন মাহমুদ প্রকাশ ইরনসহ তার সহযোগীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিন্নতের বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়। গুরুতর আহত মিন্নতকে প্রথমে ওসমানী হাসপাতালে, পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মিন্নত বাদী হয়ে জাকিরুল আলম জাকির ও সৈয়দ নাহিদুর রহমান সাব্বিরকে প্রধান আসামী করে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। শাহপরাণ (রহ.) থানার মামলা রেকর্ড করা হয় (নং-১২, তারিখ-১৬/০৩/১৮)।

Manual8 Ad Code

এর আগে, গত ১৭মার্চ মামলার ৩নং আসামি মামুনকে গত রাতে উপশহর থেকে গ্রেফতার করা হয়।শাহপরান থানার ওসি আখতার হোসেন আরো জানান, মামুনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শাহপরান থানায় আরো পাঁচটি মামলা রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..