সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ধারনবাজারস্থ নাহিয়ান ট্রেডার্সের কর্মচারী তৌফায়েল আহমদ (১৫) আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করেন স্থানীয় কৈতক মেডিকেলে প্রার্থমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কৃতপক্ষ।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারনবাজার গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে এবং জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইমরান হোসেন শামীমের সাথে একই গ্রামের মৃত ছমরু মিয়ার পুত্র বাদশা মিয়ার বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে আকস্মিকভাবে ধারন গ্রামের ইমরান হোসেন শামীমের ব্যবসা প্রতিষ্টান নাহিয়ান ট্রেডার্সে প্রবেশ করে একই গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে, জিতু মিয়া, বাদশা মিয়া, জামিল, চুনু মিয়া, রুফু মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র, স্টিলের পাইপ, এলোপ্যাথি রামদা নিয়ে দোকান ঘরে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে ইমরান হোসেন শামীম সহ দোকানে থাকা কর্মচারীদের উপর অতর্কিতভাবে হামলা করে। দোকানে থাকা কর্মচারি তৌফায়েল আহমদ আহত হয়।
হামলাকারীরা দোকান ভাংচুর করে এবং ক্যাশে থাকা নগদ ১লাখ ৩৫ হাজার টাকা লোটপাট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে ছাতক থানার (ওসি) শেখ নাজিম উদ্দীন বলেন, ধারন গ্রামে সংঘর্ষের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd