সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ ও থানার যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ জুন) সন্ধ্যায় থানার হলরুমে গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ. মতিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভার সংক্ষিপ্ত আলোচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূলে চলমান অভিযানসহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ বিভাগের সাথে মতামতও উঠে আসে আলাপচারিতায়।
গোয়াইনঘাটে মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পরিচালিত অভিযান অব্যাহত রাখার কথা ব্যক্ত করে গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ ও নবাগত ওসি পরিমল চন্দ্র দেব বলেন, গোয়াইনঘাট একটি বিশাল থানা এলাকা।
আপনাদের সহযোগিতা নিয়ে এই থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তায় কাজ করে যাবো। আমাদের কর্মকালীন সময়ে গোয়াইনঘাটে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশের ইতিবাচক ভূমিকাগুলো গণমাধ্যমে তুলে ধরে পুলিশ বিভাগকে উৎসাহিত করতে তারা গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান। এ সময় সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বিভাগকে সব ধরনের সহযোগিতা করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি ইমরান হোসেন সুমন, যুগ্ম-সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শ্রী সুভাস দাস, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ আলম, নির্বাহী সদস্য মনজুর আহমদ, আলী হোসেন, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়, এসআই মাসুম আহমেদ, এসআই মতিউর রহমান, এএসআই দিভাস, এএসআই বেলাল হোসেন, হিন্দু যুব পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক শেরগুল গোসাই প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd