সরকারী আদেশ অমান্য করে সিলেটে আশার কিস্তি পরিশোধের তাগিদ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

সরকারী আদেশ অমান্য করে সিলেটে আশার কিস্তি পরিশোধের তাগিদ

Manual2 Ad Code
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর শেখঘাট এলাকায় বাড়িতে গিয়ে ও ফোনের মাধ্যমে কিস্তির পরিশোধের জন্য চাপ প্রয়োগ করছে আশার শাখাগুলো থেকে।
দীর্ঘদিন লক ডাউনে থাকায় দেশের মানুষ সম্পুর্ন বেকার ও আর্থিকভাবে চরম দুর্দশায় ভোগছে।এসব সাধারন মানুষের কথা মাথায় রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ জুন মাস পর্যন্ত সকল সরকারী- বেসরকারী,ও এনজিও সংস্থা গুলোর কিস্তি বন্ধ করার আদেশ দেন।
কিন্তু বর্তমানে লক ডাউন সীমিত পরিসরে সকল অফিস আদালত খুলে দেওয়া হলে ও কিস্তি পরিশোধ করার কোন আদেশ দেন নি।সরকারী আদেশের তোয়াক্কা না করে আশার নবাব রোডস্থ শাখা থেকে নগরীর ১২ নং ওয়ার্ডের বাসিন্দা লায়লা বেগম,মদিনা বেগম,রুনা বেগম,লাকি বেগমসহ বেশ কয়েকজন কে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করছে।
সরেজমিন প্রতিবেদন কালে ভুক্তভোগীরা জানান দীর্ঘদিন যাবত ধরে লক ডাউনে থাকায় কোন ব্যবসা- বাণিজ্য, চাকুরী কোন কিছুই নাই। সরকারের আদেশে গৃহবন্দি ছিলাম।দু’বেলা আহার যোগাড় করতে হিমশিম খাচ্ছি।সরকারী সাহায্যে সহায়তা পাওয়ায় কোনরকম ডাল ভাত খেয়ে বেঁচে আছি।এমতাবস্থায় কিস্তি ওয়ালাদের কিস্তি পরিশোধ করার তাগিদ যেন মরার উপর খড়ার গা এর মতো। তাই ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন ও সিসিক মেয়র এর দৃষ্টি আকর্ষণ করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..