সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযানে ২০টি শ্যালো মেশিন ও ২টি এস্কেভেটর ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘন্টাব্যাপী গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে জাফলংয়ের বল্লাঘাট পাথর কোয়ারি ও মন্দিরের জুম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল জলিল, সেকেন্ড অফিসার (এসআই) জুনেদ আহমেদ, ট্যুরিস্ট পুলিশের এএসআই জ্যুতিষসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। এ ব্যাপারে ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরপরও যদি কেউ আদালতের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd