সিলেট ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন জাহিদ খাঁন নামে এক যুবদল নেতা।শনিবার (০৪ অক্টোবর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সোহরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হয়।
জাহিদ খাঁন গোয়াইনঘাট উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিস্কৃত) ও ছৈলাখেল ৮ম খন্ড এলাকার বাসিন্দা। বর্তমান সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ মামলায় কারাগারে আছেন এ যুবদল নেতা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে জাহিদ খাঁনের মা রাবেয়া খানম বার্ধক্যজনিত কারণে (৭৭) বছর বয়সে নিজ বাড়িতে মারা যান। মায়ের খবরে ভেঙে পড়েন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাঁকে সাড়ে ৫ ঘণ্টার জন্য মুক্তি দেয়। প্যারালে মুক্তির পর শনিবার পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাঁকে গ্রামের বাড়িতে জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
এ সময় জাহিদ খাঁনের চারপাশ থেকে তাকে ঘিরে রেখেছিল পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, যুবদল নেতা জাহিদ খাঁন তার মায়ের জানাজায় অংশ নিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন দুই উপদেষ্টা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে বল্লাঘাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিকসহ কয়েক শ মানুষ পাথর কোয়ারির ইজারা দেওয়ার দাবিতে গাড়িবহর আটকে বিক্ষোভ করার মামলায় সিলেট জেলা কারাগারে আছেন জাহিদ খাঁন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd