সিলেট ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, স্বল্পতম সময়ের মধ্যে সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে, যাতে করে সিলেটের ক্যান্সার আকান্ত রোগীদের ঢাকা কিংবা দেশের বাইরে যেতে না হয়। আগামী ৩ মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মিতব্য ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শনে আসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
এ-সময় তার সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সহ হাসপাতালের কর্তৃপক্ষ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক সারওয়ার আলম।জেলা প্রশাসক আরও জানান, অক্টোবর-নভেম্বর মাস নাগাদ ওসমানীতে চিকিৎসক সংকট কেটে যাবে।
এছাড়াও জটিলতা কাটিয়ে মাস দুয়েকের মধ্যে সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে। এটি চালু হলে ওসমানীতে রোগীর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন সিলেটের ডিসি৷জেলা প্রশাসক বলেন, ওসমানী হাসপাতালকে দালালমুক্ত করতে কাজ চলছে। তিনি বলেন, এখানকার চিকিৎসক ও নার্সরা খুব আন্তরিক। কিন্তু অতিরিক্ত রোগীর কারণে সেবা ব্যাহত হচ্ছে। এখানে ৫০০ শয্যার জনবল রয়েছে । কিন্তু রোগী থাকেন প্রায় ৩ হাজার। এছাড়া রোগীদের স্বজনরাও ভীড় করেন। এ কারণে সবকিছুতে ঝামেলা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd