সিলেটে পুলিশ সদস্যে চাঁদাবাজি : নিরাপত্তাহীন এক ব্যবসায়ী

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

সিলেটে পুলিশ সদস্যে চাঁদাবাজি : নিরাপত্তাহীন এক ব্যবসায়ী

ক্রাইম প্রতিবেদক :: এসএমপির এক পুলিশ কনেস্টবলের চাঁদাবাজি ও হুমকি-ধামকিতে নিরাপত্তাহীন এক ব্যবসায়ী ও তার পরিবার। ইয়াহিয়া খান নামের ওই পুলিশ কনেস্টবলের বিরুদ্ধে ব্যনস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ওই ব্যবসায়ী।

রোববার (২২ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরে দেওয়া লিখিত আবেদনে এ দাবি জানান সিলেট নগরীর কুয়ারপার সচিলাপুরের ব্যবসায়ী আব্দুর রহমান।

লিখিত আবেদনে আব্দুর রহমান অভিযোগ করেন, সিলট নগরীর লালা দিঘীরপারে এ.আর.সুন্না ঘর নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসএমপির দক্ষিণ সুরমা কদমতলী পুলিশ ফাঁড়ির কনেস্টবল ইয়াহিয়া খান তার দেকানে প্রায়ই আসা যাওয়া করেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) কনেস্টবল ইয়াহিয়া খান আব্দুর রহমানের দোকানে যান। দোকানে অবৈধ মালের ব্যবসা রয়েছে এই দাবি তুলে কনেস্টবল ইয়াহিয়া খান ব্যবসায়ী আব্দুর রহমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে প্রেরণ করবেন বলে হুমকি দেন।

আব্দুর রহমান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পরদিন রেববার (২২ সেপ্টেম্বর) মোবাইল ফোনে কং ইয়াহিয়া খান ফের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে একাধিক মামলায় জড়িয়ে তাকে ও তার পরিবারের লোকজনকে আজীবন জেলে পুরিয়ে দেবেন বলে বারবার হুমকি দিতে থাকেন।

কনেস্টবল ইয়াহিয়া খানের এহেন চাঁদা দাবি ও হুমকি ধামকিতে সম্পূর্ণ ভীত-সন্ত্রস্থ হয়ে পড়েছেন ব্যবসায়ী আব্দুর রহমান। তাই তিনি এর প্রতিকার চেয়ে সোমবার এসএমপি কমিশনার বরাবরে এ আবেদন করেন।

এসএমপি কমিশনার কার্যালয়ের ডেসপাস শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..