সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫

সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

সিলেট :: অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। দুটি অনুষ্ঠান একসাথে করার ফলে এটি রীতিমতো মিলনমেলায় পরিণত হয়।

শনিবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে দুই পূর্বে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

দুপুরে প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভার শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ। সভার শুরুতেই বিগত সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করা হয়। এর পর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, আয়-ব্যায় প্রতিবেদন পেশ পেশ করেন কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম। সাধারণ সভায় বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়।

সাধারণ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এ টি এম তুরাব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মকসুদ আহমদসহ ক্লাবের সদস্যদের স্বজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রচলিত গণমাধ্যমকে পেছনে ফেলে মানুষের মনে স্থান করে নিয়েছে অনলাইন গণমাধ্যম। ক্রমশই এটি পাঠক, দর্শক ও শ্রোতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তরুণরা অনলাইন গণমাধ্যমের দিকে এগিয়ে এসেছেন। আগামী দিনে মিডিয়ার নেতৃত্ব দেবে অনলাইন গণমাধ্যম। তাই অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো ও সুসংগঠিত করার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার ও সিসিকের প্রশাসক খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলেসুর রহমান রাজাগঞ্জী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (এসপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, এফবিসিসিআইর সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, উপ আঞ্চলিক পরিচালক আব্দুল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর বিশেষ কর্মকতা মোহাম্মদ সালাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খছরু সালাহ উদ্দিন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, এবি পার্টির মহানগর আহবায়ক ওমর ফারুক, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সুহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য- আফতাব চৌধুরী ও দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, মানবপ্রচার অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সিলেট জেলা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ, এডিশনাল জিপি এডভোকেট আবুল ফজল চৌধুরী, বাংলাদেশ বেতারের সিলেট জেলা প্রতিনিধি এম.এ রহিম, শাবিপ্রবির আইন উপদেষ্ঠা এডভোকেট তাজ উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গালিব চৌধুরী, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ শাবিপ্রবির আহবায়ক তানজিল নাফি, নিরাপদ খাদ্য এব ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ ইব্রাহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেলওয়ার হোসেন শিশির, ফয়ছল হোসেন, সায়মন সাদিক, আজাদ শিকদার, এনসিপি নেতা নুরুল হক, আব্দুল বাসিত নাদের, কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জিয়া, সাংবাদিক সেলিম আহমদ প্রমুখ।

ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, ইফতার মাহফিল আয়োজন উপ কমিটির আহবায়ক জহিরুল ইসলাম মিশু, ক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য-প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ইফতার মাহফিল আয়োজন উপ কমিটির সদস্য সচিব ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরি পরিষদের সদস্য শহিদুর রহমান জুয়েল ও আব্দুল হাছিব, ইফতার মাহফিল আয়োজন উপ-কমিটির সদস্য ফারহানা বেগম হেনা, আলমগীর আলম, এম.এ ওয়াহিদ চৌধুরী, তারেক আহমদ খান ও ডিএইচ মান্না। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..