সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ইবনে সিনা হাসপাতালের নামে অনলাইনে চাকুরির বিজ্ঞপ্তি দিয়ে দীর্ঘ দিন থেকে প্রতারণা করে আসছে একটি চক্র। আজ বৃহস্পতিবার এই চক্রের এক সদস্যকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।আটককৃত রুবেল মিয়া (২১) সে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়রা ইসলামপুর গ্রামের মৃত সুজন মিয়ার পুত্র।
ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতারক রুবেল মিয়া সহ একটি চক্র মানুষকে চাকরি দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। রুবেল মিয়া দীর্ঘ দিন থেকে বিভিন্নজনকে ইবনে সিনা হাসপাতালে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। তারই ধারাবাহিকতায় আজ জালালাবাদ থানাধীন মৈয়ারচর গ্রামের মুশাহিদ আলীর পুত্র সুমন আহমদ শিমুল (২১) কে তেমুখী থেকে চাকুরী বাবদ টাকা লেনদেনের জন্য ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসে। প্রাতরক চক্রের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে তাদেরকে ধরতে হাসপাতালের লোকজন ওৎপেতে থাকে। বাদ যোহর হাসপাতালের কাস্টমার কেয়ার ম্যানেজার ও অন্যান্য স্টাফদের সহযোগিতায় প্রতারক রুবেল মিয়া (২১) আটক করে সুবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
আটকরে বিষয়টি নিশ্চিত করেছেন ইবনে সিনা হাসপাতাল সিলেট, লিমিটেড এর সিকিউরিটি এন্ড ফায়ার অফিসার ইনচার্জ মো: মুতচ্ছির হোসাইন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd