সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী হকার্স ঐক্য পরিষদের সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এতে যানবাহনে আটকে পড়েছে অসংখ্য যাত্রী।
হকার্স ঐক্য পরিষদের আহ্বায়ক রুহুল আমিন রুবেল জানান, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চৌধুরী মাদব প্রতিনিয়ত হকারদের নির্যাতন করছেন ও চাঁদা আদায় করছেন। শুক্রবার সন্ধ্যার পর এক বয়স্ক হকারকে চাঁদার জন্য বন্দরবাজার এলাকা থেকে তুলে নেন মাদব। অনেক খুঁজাখুঁজির পরও ওই হকারকে না পেয়ে হকাররা রাস্তার নেমে পড়েন ও বিক্ষোভ শুরু করেন।
এসময় তারা যুবদল নেতা মাদবকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে হকারদের শান্ত করেন এবং এই হকারকে আহত অবস্থায় মাদবের আস্তানা থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যুবদল নেতা মাদবের বক্তব্য জানার জন্য ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd