সহনীয় হচ্ছে ঢাকা-সিলেট রুটের বিমানের ভাড়া

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

সহনীয় হচ্ছে ঢাকা-সিলেট রুটের বিমানের ভাড়া

ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা-সিলেট অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিটের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা চলছে। সিলেটের মানুষের কথা চিন্তা করে শীঘ্রই টিকিটের দাম সহনীয় করার আশাবাদ ব্যক্ত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বেবিচকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স-নামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব নিরাপত্তা সংস্থা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিকিউরিটি ফোর্স গঠনেরও কাজ চলছে। প্রায় ১০ হাজার জনবলের একটি প্রস্তাবনাও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই জনবলে ৭০ শতাংশ সদস্য বিমান বাহিনী থেকে নেওয়া হবে, বাকি ৩০ শতাংশ অন্যান্য সংস্থা থেকে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া সম্পর্কে বেবিচকের চেয়ারম্যান বলেন, এমন মহড়া দুর্যোগকালীন মুহূর্তে বিমানের যাত্রীদের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আরো কাজ করবে। এই মহড়ায় বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিএনসিসি, ফায়ার সার্ভিস, র‌্যাব, এপিবিএন, বিভিন্ন হাসপাতালসহ বিভিন্ন এয়ারলাইন্স অংশ নিয়েছে। যা পরবর্তীতে সমন্বিতভাবে কাজ করতে সাহায্য করবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

………………………..