সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : আবাসিক হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। আটক ব্যক্তির নাম আজমল হোসেন সেলিম। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, ওই নারীকে নিয়ে হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন আজমল হোসেন সেলিম। মঙ্গলবার বিকেল ৩টার দিকে হোটেলে অভিযান পরিচালনাকালে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে।
তথ্যটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “আমরা আজমল হোসেন সেলিম নামের এক ব্যক্তিকে নারীসহ নগরের বন্দর বাজারের একটি হোটেল থেকে আটক করেছি। হোটেলে তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন। ওই নারীকে সঙ্গে তিনি অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া তার নামে কোনো মামলা আছে কিনা তাও দেখা হচ্ছে।”
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd