মুহিবুর রহমান একাডেমির যুগপূর্তি অনুষ্ঠানে ছাত্রদের দু’গ্রুপে মারামারি

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

মুহিবুর রহমান একাডেমির যুগপূর্তি অনুষ্ঠানে ছাত্রদের দু’গ্রুপে মারামারি

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মহানগরের দরগাহ মহল্লা পায়রা এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মুহিবুর রহমান একাডেমির যুগপূর্তি অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া-পাল্টা ধাওয়া করেন। ভাঙচুর করেন জিনিসপত্র।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুহিবুর রহমান একাডেমির যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শিক্ষার্থীদের মাঝে দুই পক্ষ হয়ে যায় এবং সন্ধ্যার পর তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় তাদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছুড়াছুড়ি এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহল্লায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে। পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তবে প্রতিষ্ঠানটির পরিচালক মুহিবুর রহমান বলেন- মারামারির কোনো ঘটনা ঘটেনি। বহিরাগত কিছু ছেলে ঢুকতে চেয়েছিলো অনুষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। অনুষ্ঠান শেষ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন- ছাত্রদের দুপক্ষের মারামারির খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..