সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
মোঃ রায়হান হোসেনঃ সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৮ ডিসেম্বর) রাতে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম এ সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন- সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ৪নং খদিমপাড়া ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের সভাপতিত্বে সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহম্মেদ সবুজ ও এডভোকেট জাহিদুর রহমান জাহেদ এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা বিএনপির- সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মোঃ মকবুল আলী, জেলা বিএনপির সাবেক সদস্য জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সদস্য- সাইদুর রহমান সাঈদ, এনামুল হক কুটি, হোসেন আহম্মদ দুলাল, কামাল আহম্মেদ, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মোঃ কবির উদ্দিন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছালেক আহম্মদ খালেদ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল কাশেম সুহেল, যুবদল নেতা মোঃ তারেক আহম্মেদ, সিলেট এমসি কলেজের সদস্য সচিব মোহাইমিনু হক তপু, সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুস সালাম সহ বিএনপি যুবদল ছাএদল সেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সুপার ফাইভ কমিটির নেতারা হলেন-সভাপতি পদে বদরুল ইসলাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির আহমেদ জাকেল, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুর রহমান ফয়জু, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম রুমন।
খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটিকে কিছুদিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেঁধে দেয়া হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd