ভোলাগঞ্জে রোপওয়েতে অভিযানে পাথরের ঢিল : আহত ২

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

ভোলাগঞ্জে রোপওয়েতে অভিযানে পাথরের ঢিল : আহত ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় উপজেলা ভূমি অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রাট ফরহাদ আহমেদ এর নেতৃত্বাধীন অভিযান চলাকালে ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় পাথর লুটপাটকারীরা পাথর ছুড়ে অভিযান ভেস্তে দিয়েছে ।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা রাতে ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় হামলার এ ঘঠনা ঘঠেছে বলে জানা গেছে। অভিযান নেতৃদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ফরহাদ আহমেদ প্রতিবেদককে জানান দুপুর হতে ধলাই সেতু,১০ নং এলাকায় বালু ও পাথর লুটপাট দমনে অভিযান পরিচালনা হয়। শেষমেশ রোপওয়ে এলাকায় পাথর হরিলুট হচ্ছে শুনে সেখানে যাওয়ামাত্র প্রায় ২ শতাধিক লুটপাটে জড়িত ব্যক্তিরা অহরহ পাথর দিয়ে অভিযানে ব্যবহ্ত নৌকায় ঢিল ছুড়তে থাকে এতে ২ সদস্য আহত হয়েছে বলে জানান তিনি। এমন পরিস্থিতিতে অভিযান পর্ব স্থগিত রেখে লোকবল নিয়ে চলে আসেন বলে জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, গণঅভ্যুত্থান পূর্বে ভোলাগঞ্জ সাদা পাথর, কালাইরাগ বালু মহাল হতে পুলিশের চাঁদাবাজিতে পাথর-বালু লুটপাট রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে হয়েছে। কিন্তু শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পরদিনই পাথর ও বালু অবাধে দিনেদুপুরে হরিলুট হতে থাকে। দেশের সার্বিক অবস্থা শীতিল হলে উপজেলা প্রশাসন লিজবহির্ভূত ধলাই নদীর বালু ও পাথর উত্তোলন বিরত রাখতে স্বোচ্ছার হয়।ঘনঘন অভিযানে নৌকা, ট্টাক, ট্রাক্টর বিনষ্টসহ লুটপাটের সাথে জড়িতদের জেল জরিমানাও অব্যাহত রেখেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। তবুও থামছেনা পাথর বালু হরিলুট।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শ্রমিক ও ব্যবসায়ী জানান, বৃহৎ জনগোষ্ঠীর দাবী দীর্ঘদিন বৃহৎ কর্মসংস্হান বন্ধ থাকায় অনেকে বিচ্ছিন্নভাবে পাথর বালু আহরণে যায়। তারা বৃহৎ কর্মসংস্হান পাথর কোয়ারী সচলে লিজ দেয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অভিযানের উপর হামলাকারীরা যে বা যারাই করেছে ওরা দুষ্ক্রীতকারী। ঘঠনার তীব্র নিন্দা জানাই আমরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..