সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
নিজস্ব সংবাদদাতা: সিলেটে আদালত পাড়ায় যুবদল নেতা বিলাল আহমদ মুন্সী (৩০) হত্যা মামলার আসামিরা হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে কড়া পুলিশ পহরায় গ্রেপ্তারকৃত রুনু মিয়া মঈন ওরফে লেগুনা মঈনসহ তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। প্রিজন্স ভ্যান থেকে নামানোর পর বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। পরে পুলিশ তাদের বাধা দেয়।
প্রত্যক্ষদর্শী সুত্রমতে, দুপুরে আসামিদের আদালতে আনা হলে ক্ষুব্ধ জনতা পুলিশী পাহারায় কিল, ঘুষি, লাথি ও জুতা খুলে মারতে থাকেন। পরে পুলিশ তাদের সেফ কাস্টডিতে নিয়ে যায়।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহপরান বাহুবল এলাকায় সালিশি বৈঠক থেকে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সীকে হত্যা করা হয়। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ধের জের ধরে সিলেটে দুই পক্ষের সংঘর্ষ চলাকোলে খুন হন বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে বিলাল আহমদ মুন্সী। তিনি নগরের ৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রমতে, ওই এলাকার স্কুল ছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মিটিমাট না হওয়ায় এলাকায় সালিশ বৈঠক বসে। এরই জের ধরে যুবদল-ছাত্রদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী নিহত হন। নিহত যুবদল নেতার হাতের রগ কেটে দেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন মঙ্গলবার নিহত বিলালের ভাই মোস্তাক আহমদ বাদশা মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। ওই ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৩ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd