সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪
দৈনিক আলোকিত সিলেট পত্রিকায় ১৮ নভেম্বর ‘গোয়াইনঘাট সীমান্তে চাচার শেল্টারে ভাতিজার বেপরোয়া চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদে ভিন্নমত পোষন করেছেন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির। গতকাল সোমবার দৈনিক আলোকিত সিলেট পত্রিকায় পাঠানো এক প্রতিবাদ লিপিতে আব্দুল কাদির বলেন, আমি সততার সাথে রাজনীতি করে আসছি। আমি কাউকে শেল্টার দেওয়ার প্রশ্নই উঠে না। তাছাড়া আমি সর্বদা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। যে জামালকে জড়িয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। সেই জামাল আমার দূর সম্পর্কের ভাতিজা হয়। তার সাথে আমার তেমন একটা সম্পর্ক নেই। আমাকে রাজনৈতিক ভাবে হে পতিপন্ন করার লক্ষে একটি কু-চক্রী মহল অপপ্রচার চালিয়েছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে চোরাচালানের চাঁদাবাজির সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তাই উক্ত সংবাদের সাথে আমি কোন ভাবেই জড়িত নয়। প্রকাশিত সংবাদে ভিন্নমত পোষন করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd