সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
সিলেটের বৃহত্তর জৈন্তার ঘরে ঘরে গ্যাস প্রদানের দাবিতে ঢাকাস্থ গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যান বরাবর স্বারকলিপি প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
রোববার (১৭ নভেম্বর) বিকালে পেট্রোবাংলা কার্যালয়ে বিএনপি নেতা কর্মীদের নিয়ে স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় আব্দুল হাকিম চৌধুরী বলেন, গ্যাস বাংলাদেশর খনিজ সম্পদ, ১৯৫৫ সালে সর্বপ্রথম আমাদের জৈন্তাপুরের হরিপুর এলাকায় এর সন্ধান পাওয়া যায়, অত্যান্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের সম্পদ সারা দেশে ভোগ করলেও আমরা বৃহত্তর জৈন্তাবাসী গ্যাস থেকে বঞ্চিত, গত তিন দশক থেকে আমদের জৈন্তাবাসী গ্যাসের আন্দোলন করলেও, এখন পর্যন্ত এর কোন ফালাল পাওয়া যায়নি।
বৃহত্তর জৈন্তার সরবস্তরের জনগনের প্রানের দাবী, বৃহত্তর জৈন্তার প্রতিটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ স্থাপন করার জন্য সরকারের সংলিষ্ট বিভাগের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী সাথে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রুস্তম পুর ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd