সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীতে প্রাইভেট প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিকে মারধর করে নগদ টাকা ও সিম নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত দশটার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এবিষয়ে বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বিক্রয় প্রতিনিধি তানজীল কাজী। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার এসআই রিশাদ হোসেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার রাত দশটার দিকে কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে নগরীর জিন্দাবাজার আল হামরা শপিং মলের সামনে ৩/৪ জন লোক মোটর সাইকেল যোগে এসে ভুক্তভোগী তানজিল কাজীকে মারধর করে নগদ ২৫ হাজার টাকা, ৩০টি সিম ও একটি স্ক্যানার নিয়ে যায়।
তিনি হামলাকারীদের চিনতে পেরেছেন। এবং তাদের নামও অভিযোগে উল্লেখ করেছেন। অভিযুক্তরা হলেন – শুভ্র, সাইমন, হায়দার, সুমন। এদের মধ্যে শুভ্র ও সাইমন রেবেল ডিস্ট্রিবিউশন হাউজে চাকরি করে বলে অভিযোগ উল্লেখ করা হয়।
কোতোয়ালী মডেল থানার এসআই রিশাদ হোসেন বলেন, অভিযোগ দায়েরের বিষয়টি জেনেছি, এখনো তার কপি আমার হাতে এসে পৌছায়নি। কপি হাতে পেয়েই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শুভ্র সংবাদমাধ্যমকে বলেন- এ বিষয়ে আমি জড়িত নই।
স্থানীয় সুত্র জানায়, এরা মাদকাসক্ত। প্রায় প্রতিনিয়ত এদের চৌহাট্টার পাশে পাশে দলবেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd