সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ইছাবা নদীর পাড় হতে উক্ত ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা চানাচুর বিক্রেতা সাজিদ মিয়া (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) সকালের দিকে ইছাবা নদীর ধারে ঘাস কাটতে যায় স্থানীয় কৃষকেরা। সেখানে গিয়ে তারা গাছের সাথে এক বৃদ্ধের লাশ বাঁধা অবস্থায় দেখে চিৎকার শুর করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখে পুলিশ কে খবর দেয়।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করেন।
এলাকাবাসীর সুত্রমতে, সজিদ মিয়া ৫ সন্তানের জনক। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা। তিনি চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। গতকাল সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে যান। আজ তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাচানো অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী দাবী করেন সজিদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নদীর ধারে ফেলে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশের সুরতহাত তৈরি করা হচ্ছে এবং অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd