সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত ৬ নভেম্বর পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইনসান আলীর বাড়িতে হামলা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। যুবদল নেতা সোহেল ও আজগর আলীর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা ইনসান আলী নিজে বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন – নয়াবস্তি গ্রামের মকবুল মিয়ার ছেলে আজগর আলী, আকবর হোসেন, ইউসুফ আলী, জব্বার মিয়া, একই এলাকার মখর মিয়ার ছেলে সোহেল আহমদ, ইউসুফ আলীর ছেলে হাসান মিয়া, হুসাইন মিয়া, সিরাজ মিয়ার ছেলে রহমত আলী, নলজুরির মুরশেদ আহমেদের ছেলে সুমন মিয়া সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন দুর্বৃত্ত।
ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও থানায় মামলা রেকর্ড করা হয়নি। কারণ হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছে।
দুর্বৃত্তরা দলবদ্ধক্রমে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া মুক্তিযোদ্ধার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের নাম ধরিয়া অহেতুক অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে মুক্তিযোদ্ধা প্রতিবাদ করিলে দুর্বৃত্তরা ধারালো দায়ের কাঠের বাট, স্টিলের পাইপ, লোহার রড, কাঠের রুল দিয়া এলোপাতাড়িভাবে বাইরাইয়া মুক্তিযোদ্ধার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ছেচা জখম করে। পরে মুক্তিযোদ্ধাকে রক্ষা করার জন্য আমার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় এবং নগদ টাকা স্বর্ণলঙ্কার নিয়ে যায়।হামলার মূল কারণ হচ্ছে মুক্তিযোদ্ধা ইনসান আলীর বাড়ির সামনে নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর করা হয়েছে। এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বাধা প্রদান করেন। পরে লুটপাটকারীরা ক্ষীপ্ত হয়ে একদল দুর্বৃত্তদের নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাংচুর শুরু করেন। এতে মুক্তিযোদ্ধর পরিবারের মহিলারাও আহত হয়েছেন। কিন্তু থানা পুলিশ কোন মামলা এখনো আমলে নেয়নি। যার ফলে এই দুর্বৃত্তরা বেপরোয়া ভাবে চলাফেরা করছেন। যেকোন সময় আরও বড় ধরণের অঘটন ঘটাতে পারেন।গোয়াইনঘাট থানায় মামলা রেকর্ড না করার কারণ জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ এর মুঠোফনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd