সিলেট ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪
আর্থিক সহযোগীতা নিয়ে কোলন ক্যান্সার আক্রান্ত সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপনের পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও চ্যারিটি সংস্থা সাবিলিল্লাহ প্রজেক্ট এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী জনাব আলমাছ আলী। তিনি নিজের ব্যাক্তিগত উদ্যাোগ ও বিভিন্ন লোকজনের সহায়তায় প্রাপ্ত টাকা প্রথম ধাপে গেল ১২ আগষ্ট ১ লাখ ২০ হাজার এবং ২য় ধাপে ২২ অক্টোবর ২৫ হাজার টাকা অর্থ্যাৎ মোট ১ লাখ ৪৫ হাজার টাকা প্রেরণ করেন।
আলমাছ আলী জানান, সিলেটের সংগীত শিল্পী বিথী রানী নাথ প্রথমে একটি জনপ্রিয় পেইজে বিষয়টি শেয়ার করেন। সেখান থেকে মুলত বিষয়টি আমার নজরে আসে এবং আমি বিষয়টি জানার পর যুক্তরাস্ট্রে অবস্থানরত নিজের ঘনিষ্টজনদের মধ্যে বিষয়টি শেয়ার করি এবং আমার এই আহবানে অনেকেই সাড়া দেন। পরে সকলের সহযোগীতায় প্রাপ্ত অর্থ দিপনের একাউন্টে পাঠিয়ে দেই।
এদিকে দেবব্রত রায় দিপন এই আর্থিক সহযোগীতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সহযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে স্বপ্রণোদিতভাবে সহযোগীতার উদ্যোগ গ্রহণ করায় তিনি প্রবাসী সমাজসেবী জনাব আলমাছ আলীর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, ক্যামুথেরাপী, রেডিওথেরাপী, সিটি স্যামুলেশন ও পরীক্ষা-নীরিক্ষা শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে অপারেশন সম্পন্ন হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ইতোমধ্যে চিকিৎসাবাবদ প্রায় ১৬ লাখ টাকা খরচ হয়ে গেছে। তারউপর ১ বছর যাবত চিকিৎসা চলতে থাকায় কোনো চাকুরীতেও যোগদান করতে পারছেন না। তিন কন্যা সন্তানের জনক দিপন তাঁর অপারেশন ও পরিপূর্ণ সুস্থতার জন্য বিবেকবান সকলের আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। এদিকে দিপনের সহযোগীতায় এগিয়ে এসেছেন বিথী রানী নাথ। তিনি বিভিন্ন জনের কাছ থেকে প্রাপ্ত নগদ ৭০ হাজার টাকা দিপনের ব্যক্তিগত একাউন্টে জমা করেছেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd