সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
কানাইঘাট সংবাদদাতা: কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া সহ আরো ৩ শিক্ষককে এলাকার কতিপয় কিছু কুচক্রী মহল কর্তৃক হেনস্থার প্রতিবাদে কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টায় এক জরুরী সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি এখলাছে এলাহীর সভাপতিত্বে ও সচিব এনামুল হকের পরিচালনায় সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া সহ শিক্ষকদের হেনস্থাকারী কুচক্রী মহলের দৃষ্টান্ত মূলক শাস্তির জোরালো দাবী জানানো হয় এবং এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
শিক্ষক হেনস্থাকারী দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষক সমাজ সম্মিলিত ভাবে পরবর্তীতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ার উচ্চারণ করেন এবং শিক্ষকদের সার্বিক নিরাপত্তা সহ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষক নেতৃবৃন্দ আহবান জানান। জরুরী সভার পূর্বে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের হেনস্থার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সাথে দেখা করে অবহিত করেন।
সভায় উপস্থিত ছিলেন- কানাইঘাট বড়চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, বীরদল এন.এম একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন, কানাইঘাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুরমা উচ্চ বিদ্যালয়ে জমায়েত হয়ে এলাকার কতিপয় লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়াকে এক ধরনের জোরপূর্বক সাদা কাগজে পদত্যাগ করাতে বাধ্য করেন বলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক নেতৃবৃন্দ অভিযোগ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd