সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম আহমদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত।
শুক্রবার (২৪ আগস্ট) দুপুর ২ টায় তমাবিল সড়কের কাটাগাং মাহিন স্টোন ক্রাশার মেইল এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম আহমদ জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফোদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিহত নাঈম আহমদ নাম্বার বিহীন মোটরসাইকেলে করে সারীঘাট বাজার থেকে তার নিজ বাড়ি মল্লিফোদ গ্রামে যাচ্ছিল নাঈম। ফেরীঘাট কাটাগাং মাহিন স্টোন ক্রাশার মেইল এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৫৬০৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ডিসি স্যারের অনুমতি ক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd